Pay
Premium
Calculate Premium
Policy Enquiry
Forms Download

৭ই মার্চের ভাষণ

মুক্তিযুদ্ধ

মুজিবনগর সরকার

শহীদ বুদ্ধিজীবী দিবস

হানাদার বাহিনীর আত্মসমর্পন

জাতীয় স্মৃতিসৌধ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ

আমরা তোমাদের ভুলবো না


দিন ক্ষণ কিংবা পরিমাণ ধরে সবটুকু মেলানো যায় না। মেলাতে পারিনা আমারা। পারবোনাও কখনো। বেহিসেবি রক্ত ঝড়েছিল ১৯৭১ এর সেই দিনগুলোতে। সম্ভ্রম হারানোর বুকফাটা যন্ত্রণায় কতনা কিশোরী নীরবে নিভৃতে গুমরে গুমরে কেঁদে মরেছে । কত না শিশুর জীবন প্রদীপ শুরুতেই নিভে গেছে। এত রক্ত, এত যন্ত্রণা, এত ত্যাগ এর বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে জেগে উঠেছিল একটি স্বাধীন ভুখন্ড। আমরা খুঁজে পেয়েছি একটি লাল সবুজ পতাকা।

হানাদার বাহিনীর বর্বরতার দাঁতভাঙা জবাব দিয়ে বাংলার অকুতোভয় বীরযোদ্ধারা সেদিন আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছিল। বিজয়ের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের সীমানাহীন ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে মিশে আছে এদেশের ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী তথা আপামর জনতার রক্তিম স্মৃতি। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে যে চেতনা লাভ করেছে তা জাতির সকল আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করে। দেশপ্রেমের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে এ দেশের প্রতিটি মানুষকে। সাফল্যের আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তাহলেই মুক্তিযুদ্ধের সার্থকতা প্রতিফলিত হবে।

মুক্তিযুদ্ধের চেতনা, বাংলার সূর্যসন্তানদের অবদান আমরা কোন দিনও ভুলতে পারবো না। তাদের অসামান্য অবদানের কথা প্রত্যেক বাঙালির হৃদয়ে চিরকাল স্বর্ণক্ষরে লিখা থাকবে। আজ ৫০তম বিজয় দিবসে আমাদের সেসব জাতীয় বীরদের ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং ভালবাসা।


Documentary made by IDRA

Now Playing
Documentary made by IDRA

Documentary made by IDRA

Now Playing
মুজিববর্ষের থিম সঙ্গীত

মুজিববর্ষের থিম সঙ্গীত