Pay
Premium
Calculate Premium
Policy Enquiry
Forms Download
photo

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর গ্রাহকরা এখন ডাচ্‌-বাংলা ব্যাংক-এর ডিজিটাল ডেলিভারি চ্যানেল, Rocket, NexusPay, Nexus Gateway ও Agent Banking-এর মাধ্যমে খুব সহজেই পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন। গত ৩০ ডিসেম্বর, ২০২০ তারিখে ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ও ডাচ্‌-বাংলা ব্যাংক-এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন জনাব মিল্টন বেপারী, চিফ ফিনানশিয়াল অফিসার এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের জনাব মোঃ মোশাররহ হোসেন , সিনিয়র ভাইস প্রেসিডন্ট ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল্‌টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, জনাব আদিবা রহমান, এসিআইআই (ইউকে) ও ডাচ্‌-বাংলা ব্যাক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব কে এম আওলাদ হোসাইন-সহ উভয় কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডেল্‌টা লাইফ প্রতিনিয়ত গ্রাহকসেবা নিশ্চিত ও উন্নত করতে সচেষ্ট। এই সংকটকালীন সময়ে গ্রাহক সুরক্ষিত থেকে ঘরে বসেই ডেল্‌টা লাইফের সুবিধাসমূহ পেতে পারেন।